Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপবৃত্তির জন্য আগামী 22-04-2021 খিঃ তারিখ এর মধ্যে এটিআই এর atigazipur53035@yahoo.com মেইলে ফরম এর হার্ড কপি ও সফট কপি প্রেরণ করতে হবে।
বিস্তারিত

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শিমুলতলী, গাজীপুর এর সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন উপবৃত্তি এর নিম্নে প্রদত্ত আবেদন ফর্মটি যথাযথ ভাবে Word file এ (নিকষ ফন্টে) টাইপ করে ফর্ম সফট কপি (Word file) ও হার্ড কপি (pdf file) আগামি ২2 এপ্রিল ২০২১ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় মেইল করে পাঠাতে হবে। atigazipur53035@yahoo.com উল্লেখ্য, উক্ত আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টস সংযুক্ত করে মেইল করতে হবে।

১) শিক্ষার্থীর জন্মসনদের সত্যায়িত ফটোকপি। pdf file

২) পিতা ও মাতার এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। pdf file

৩) পিতা/ মাতা ছাড়া অন্য অভিভাবক হলে তার এনআইডি এর সত্যায়িত ফটোকপি। pdf file -পিতা মাতার অবর্তমানে বৈধ অভিভাবকের অভিভাবকত্বের প্রত্যয়ন পত্রের সত্যায়িত ফটোকপি। pdf file

 ৪) ব্যাংকিং এর ক্ষেত্রে অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ চেক বইয়ের সত্যায়িত ফটোকপি অথবা মোবাইল ব্যাংকিং এর যথাযথ প্রমাণপত্র। pdf file

৫) শিক্ষার্থীর এনআইডি এর সত্যায়িত ফটোকপি (যদি থাকে) pdf file

৬) শিক্ষার্থী এর ছবি  ৩০০*৩০০ সাইজের jpg file ( সাইজ ১০০ কেবি এর নিচে)

৭) বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) শিক্ষার্থী এর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি। pdf file

৮) মুক্তিযোদ্ধা ও নৃ-তাত্তিক গোষ্ঠী এর সনদপত্রের সত্যায়িত ফটোকপি। pdf file

৯) প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন পর্বের পরীক্ষার নম্বরপত্র ( যদি পূর্বে প্রাপ্ত হয়ে থাকে)।

ছবি
ডাউনলোড
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/04/2021
আর্কাইভ তারিখ
27/05/2021